কমলাপুরে টিকিট কালোবাজারীর ৫ সদস্য আটক
আসামীদের নিকট হতে ৪টি ট্রেনের টিকিট, ৫টি মোবাইলফোন এবং নগদ ৬ হাজার ৯২৭ টাকা জব্দ করা হয়।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর কমলাপুর রেলষ্টেশন হতে কালোবাজারের টিকিট বিক্রয়ের সময় ৫ কালোবাজারীকে আটক করেছে র্যাব। গতকাল (৪ জুলাই) রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র্যাব-৩।
টিকিট কালোবাজারী চক্রের সদস্যরা হলেন- মো. লিটন মিয়া (৩৭), মো. শাহ আলম (৩৪), মো. ইরান (২০), মো. আবু তাহের (২৬), মো. জাহিদুর রহমান শাকিব (৪০)।
আসামীদের নিকট হতে ৪টি ট্রেনের টিকিট, ৫টি মোবাইলফোন এবং নগদ ৬ হাজার ৯২৭ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা সংঘবদ্ধ টিকিট কালোবাজারী চক্রের সদস্য। ঈদযাত্রায় ট্রেনের টিকিটের বিপুল চাহিদা থাকে। এ সুযোগকে কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্টানের পূর্বে অল্পমূল্যে টিকিট ক্রয় করে উচ্চমূল্যে গোপনে টিকিট বিক্রি করে আসছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews