তরুণ-তরুণীকে কুমিরভর্তি নদীতে বস্তায় ভরে ফেলে দিল!
তরুণ প্রেমিক রাধেশ্যাম ভালোবেসেছিলো কিশোরী শিবানীকে। শিবানীর পরিবার বিষয়টিকে ভালোভাবে নেয়নি।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: শুধু সিনেমাতেই এমন ঘটনা ঘটে। কিন্তু বাস্তবেই ঘটে গেলো এমন ঘটনা! মধ্যেপ্রদেশে মোরেনা জেলায় এইরকম একটি ঘটনার জেরেই রবিবার সকাল থেকে তোলপাড় শুরু হয়েছে। তরুণ প্রেমিক রাধেশ্যাম ভালোবেসেছিলো কিশোরী শিবানীকে। শিবানীর পরিবার বিষয়টিকে ভালোভাবে নেয়নি। পরিবারের সম্মান রক্ষায় তারা গুলিতে ঝাঁজরা করে শিবানী ও রাধেশ্যামকে। তারপর বস্তাবন্দি করে মৃতদেহ দুটি পাথরবেঁধে ছুঁড়ে ফেলে দেয় কুমিরভর্তি চম্বল নদীতে।
রাধেশ্যামকে দীর্ঘদিন না পাওয়ায় তার পরিবার থানায় অভিযোগ জানায়। পুলিশ খোঁজ নিয়ে দেখে শিবানীও দীর্ঘদিন নিখোঁজ। শনিবার রাতে শিবানীর বাবাকে তুলে এনে জেরা করতে সে সব কথা কবুল করে। ৩ জুন রাধেশ্যাম ও শিবানীকে হত্যা করে দেহ ভারি পাথরে বেঁধে কুমিরভর্তি চম্বল নদীতে ফেলে দেয়া হয়েছিল বলে জানায়। মোরেনার পুলিশ সুপার শৈলেশ সিং চৌহান জানান, দেহ দুটি উদ্ধার করার জন্য ডুবুরি নামিয়ে রবিবার সারাদিন চেষ্টা করা হয়েছে। কিন্তু, সন্ধান মেলেনি।