কামরাঙ্গীরচরে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহিন (৩৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহিনের সহকর্মী দিদার জানান, কামরাঙ্গীরচর ওভার ব্রিজের পাশেই বিক্রমপুর প্লাস্টিক কারখানায় আমরা কাজ করি। আজ ভোরের দিকে আমাদের কারখানায় নতুন একটি মেশিন আসে। মেশিনটি কারখানার ভেতরে ঢোকানোর সময় পাশেই বিদ্যুতের একটি মেইন লাইন ছিল। এসময় এ লাইনের তারের সঙ্গে মেশিন লেগে শাহিন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ভোর ৫টার দিকে শাহিনকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, শাহিন কামরাঙ্গীরচরের ছাপরা মসজিদে এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি ওই এলাকার মো. মুজিবুর রহমানের সন্তান ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট থানা অবগত আছে।