কাপাসিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ১৬ এপ্রিল, রোববার, উপজেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত শিক্ষকদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রথম নিউজ, কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ১৬ এপ্রিল, রোববার, উপজেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত শিক্ষকদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিশিষ্ট লেখিকা, বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।