কাপাসিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ১৬ এপ্রিল, রোববার, উপজেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত শিক্ষকদের স্মরণে  আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

কাপাসিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রথম নিউজ, কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ১৬ এপ্রিল, রোববার, উপজেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত শিক্ষকদের স্মরণে  আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক  আশরাফুল আলম আশরাফের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিশিষ্ট লেখিকা, বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। 

বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ্ব  আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার  একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  সহকারী উপজেলা শিক্ষা অফিসার জোবায়েদ আলম, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক আরমান, পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলিমা আক্তার সুইটি, বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল  আলম, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুল ইসলাম প্রমূখ।
কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে   দুই শতাধিক শিক্ষক ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রয়াত শিক্ষক - কর্মচারীদের জন্য বিশেষ দোয়া  মাহফিলের আয়োজন করা হয়।