কুতুবদিয়ার সাগরে মিলল অর্ধগলিত লাশ

প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে ভাসমান অবস্থা থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সাগর থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, স্থানীয় কয়েকজন ব্যক্তি সাগরে ভাসমান অবস্থায় লাশটি দেখে থানা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যমতে সাগর থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ হবে। তার গায়ে একটি ফুলহাতা গেঞ্জি ও পরনে হাফপ্যান্ট রয়েছে।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। এ ঘটনায় অপমৃত্যু মামলা করে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।