এশিয়ার ৫ দেশকে সবচেয়ে বেশি বিনামূল্যে টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র, শীর্ষে বাংলাদেশ

আজ (বুধবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেইজ থেকে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, বাংলাদেশকে ১১ কোটি ৪০ লাখেরও বেশি ডোজ করোনার টিকা বিনামূল্যে দেওয়া হয়েছে।

এশিয়ার ৫ দেশকে সবচেয়ে বেশি বিনামূল্যে টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র, শীর্ষে বাংলাদেশ

প্রথম নিউজ, ডেস্ক: করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে সহায়তা করার অংশ হিসেবে আর্থিক অনুদান এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পাশাপাশি ১১৭টি দেশে এখন পর্যন্ত প্রায় ৬৯ কোটি ডোজ করোনার টিকা বিনামূল্যে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। কোভ্যাক্স অংশীদারিত্বের মাধ্যমে উক্ত ১১৭ টি দেশের মধ্যে এই টিকার সর্বোচ্চ ভাগ পেয়েছে বাংলাদেশ।

আজ (বুধবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেইজ থেকে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, বাংলাদেশকে ১১ কোটি ৪০ লাখেরও বেশি ডোজ করোনার টিকা বিনামূল্যে দেওয়া হয়েছে। এই অনুদানের আনুমানিক মূল্য বাংলাদেশি মুদ্রায় ২৫,০০০ কোটি টাকারও বেশি।

স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রাপ্ত তথ্যে আরো দেখা যায়, বাংলাদেশ ছাড়া যুক্তরাষ্ট্রের অনুদানের টিকা প্রাপ্তির দিক থেকে শীর্ষ ১০টি দেশের মধ্যে ৫টি-ই এশিয়া মহাদেশে অবস্থিত। শুধু তাই নয়, প্রথম ৫টি-ই এশিয়ার। বাংলাদেশের পরে যথাক্রমে রয়েছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং ফিলিপাইন।

যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ করোনা মহামারীর বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে সহায়তা করবে বলেও মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে আশাবাদ ব্যক্ত করা হয়।