ছত্তিশগড়ে বিস্ফোরণে ১০ পুলিশসহ নিহত ১১

পুলিশের গাড়িকে ঘেরাও করে তাতে এই বিস্ফোরণ ঘটানো হয়। এর ফলে রাস্তায় বিশাল গর্তের সৃষ্টি হয়।

ছত্তিশগড়ে বিস্ফোরণে ১০ পুলিশসহ নিহত ১১

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ভারতের ছত্তিশগড়ে ৫০ কেজির শক্তিশালী আইইডি বিস্ফোরক ব্যবহার করে ১১ জনকে হত্যা করেছে মাওবাদীরা। এর মধ্যে ১০ জনই পুলিশ সদস্য। একজন গাড়িচালক। পুলিশের গাড়িকে ঘেরাও করে তাতে এই বিস্ফোরণ ঘটানো হয়। এর ফলে রাস্তায় বিশাল গর্তের সৃষ্টি হয়। আশপাশের গাছপালার শিকড় উপড়ে যায়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের পুলিশ সদস্যরা ভাড়া করা একটি মিনিভ্যানে ফিরছিলেন। এতে বোমা হামলাবিরোধী কোনো ব্যবস্থা ছিল না। 

ফলে ওই বিস্ফোরণে মিনিভ্যানটি তার আসল অবস্থান থেকে কমপক্ষে ২০ ফুট দূরে গিয়ে আছড়ে পড়ে। ওই ভ্যানের ধ্বংসাবশেষ বিস্ফোরণের স্থান থেকে ১৫০ মিটার দূরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। দান্তেওয়াদা জেলায় ওই হামলার স্থানে বিশাল গর্ত দৃশ্যমান। এই গর্তের গভীরতা ১০ ফুট। চওড়া ২০ ফুট। টেরিটোরিয়াল আর্মির সাবেক প্রধান মেজর জেনারেল অশ্বিনী সিওয়াচ বলেছেন, পুলিশকে বহনকারী ওই ভ্যানটিকে টার্গেট করতে মাওবাদীরা ১০ গুন বেশি বিস্ফোরক ব্যবহার করে থাকতে পারে। এর আগে পুলিশের ওই সদস্যরা মাওবাদীদের বিরুদ্ধে একটি অপারেশন করে ফিরছিলেন।

হামলার পর মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্ব পাওয়া বিশেষ নিরাপত্তা বাহিনী এ বিষয়ে তদন্ত শুরু করেছে। হামলাকারীরা জঙ্গলের ভিতর দিয়ে অদৃশ্য হয়েছে। ঘটনাস্থল তিনটি রাজ্যের সংযোগস্থল।