মারিওপোলে দিনরাত বোমাবর্ষণ রুশ সেনাদের

ইউক্রেনের মারিওপোল শহরে অবরোধ আরও জোরদার করেছে রুশ সেনারা

মারিওপোলে দিনরাত বোমাবর্ষণ রুশ সেনাদের
মারিওপোলে দিনরাত বোমাবর্ষণ রুশ সেনাদের -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের মারিওপোল শহরে অবরোধ আরও জোরদার করেছে রুশ সেনারা। সেখানে দিবানিশি বোমাবর্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সেখান থেকে পালিয়ে আসা বাসিন্দারা।

দক্ষিণ ইউক্রেনের মারিওপোল থেকে যারা পালাতে সক্ষম হয়েছেন তারা বিবিসির সঙ্গে শহরের যুদ্ধাবস্থার বিষয় জানিয়েছেন। 

পাভেল কোমাশেভস্কি নামে এক যাজক বলেন, আবাসিক এলাকায় দিনরাত অবিরাম বোমাবর্ষণ করা হয়েছে এবং জেট বিমানের গর্জন শোনা যায় প্রায় সময়। রুশ বাহিনী সেখানে গ্র্যাড ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটিয়েছে।

তিনি জানান, শহরে বিদ্যুৎ, পানি অথবা আগুনের ব্যবস্থা নেই। প্রায় কোনো মোবাইল যোগাযোগ ব্যবস্থা নেই। খাদ্য ও পানির মজুদ ফুরিয়ে আসছে। রাশিয়ান বাহিনী শহটির পূর্ব উপকণ্ঠ দখল করেছে। শহরটিতে অন্তত ২২টি রুশ হামলা হয়েছে। গত ১২ দিন ধরে মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে।

পাভেল জানান, কয়েকদিন আগে প্রাইভেটকারে করে তিনি চলে এসেছেন।

সেখানে খাবারসামগ্রী বিতরণ ও অবরুদ্ধদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে রেডক্রস। 

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। আজ যুদ্ধের ১৯তম দিন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom