একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় এলাকার ওই বাড়ি থেকে নিহত তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন— বাবা একই এলাকার মোস্তফা (৫৮), তার স্ত্রী জ্যোৎস্না বেগম (৫০) ও ছোট ছেলে আহমদ হোসেন (২২)। নিহত মোস্তফা পেশায় মুদি দোকানদার। এ ঘটনায় নিহত মোস্তফার বড় ছেলে সাদ্দামকে (২৬) আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে বড় ছেলে সাদ্দামের চিৎকার শুনে স্থানীয়রা তাদের বাসায় যান। সেখানে ঘরে বাবা-মা ও ছেলের গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। ওই সময় বাড়িতে ছিলেন মোস্তফার বড় ছেলে সাদ্দাম ও তার স্ত্রী আইনুন নাহার। সাদ্দামের শরীরে রক্তের দাগ থাকলেও কোনো জখম ছিল না। তাকে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। জোরারগঞ্জ থানার ওসি মো. নুর হোসেন মামুন জানান, ভোর ৪টার দিকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
তবে বুধবার গভীর রাতে পারিবারিক সম্পত্তির বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে পুলিশের তদন্ত চলছে বলে জানান ওসি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews