ঋত্বিকের ‘একটু সরে বসুন’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর ‘একটু সরে বসুন’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। প্রকাশের সঙ্গে সঙ্গে তার ভক্তরা এটি বেশ উপভোগ করছেন। তারা সোশ্যাল মিডিয়াতে এর প্রশংসা জানাচ্ছেন।
আশা করা যাচ্ছে ‘একটু সরে বসুন’ সিনেমাতে ঋত্বিক স্বমহিমায় নিজেকে তুলে ধরবেন। অবশ্য ট্রেলারও সে কথা জানান দিচ্ছে।
এ সিনেমায় তার পাশাপাশি ইশা সাহা, পাওলি দাম, পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, পায়েল সরকার, খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসুসহ অনেককে অভিনয় করতে দেখা যাবে। সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এর কলাকুশলী প্রায় প্রত্যেকেই উপস্থিত ছিলেন।
এ সিনেমায় মধ্যবিত্ত বাঙালি পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত ‘পাশ ফেল’ ছোটগল্প অবলম্বনে এটি নির্মাণ করা হয়েছে। ‘একটু সরে বসুন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন ঋত্বিক ভক্তরা। তারা আশা করছেন ঋত্বিক তার সেরা অভিনয়টাই এ সিনেমায় দেখাবেন।