ঈশ্বরগঞ্জে দুই শিশুকে গলা কেটে হত্যা, মামা আটক

আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের কাজীর বলসা গ্রামের পশ্চিম পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

ঈশ্বরগঞ্জে দুই শিশুকে গলা কেটে হত্যা, মামা আটক

প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাদের মামা মাহবুবকে (২৫) আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের কাজীর বলসা গ্রামের পশ্চিম পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হলো- নেত্রকোনার বাসিন্দা জাকির হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে সায়মা (৫) এবং নান্দাইল উপজেলার জাহাঙ্গীর আলম ও হালিমা খাতুন দম্পতির মেয়ে তৃপ্তি।

স্থানীয়রা জানান, নিহতরা সম্পর্কে খালাতো বোন। প্রায় সাত থেকে আট দিন আগে তারা নানার বাড়ি বেড়াতে এসেছিল। মাহাবুব মানসিক ভারসাম্যহীন রোগী।

দুপুর পৌনে ১২টার দিকে মাহাবুব তার ২ ভাগনিকে ঘরে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে। এলাকাবাসী মাহাবুবকে ধাওয়া করলে তিনি স্থানীয় একটি মসজিদে গিয়ে অবস্থান নেন। পরে মসজিদের চারপাশ ঘেরাও করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মাহবুবকে আটক করে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে আছি। নিহত দুই শিশুর মামাকে আটক করা হয়েছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom