ঈদে শ্যামল মাওলা ও অনিন্দিতা মিমির ‘হ্যান্ডসআপ’

গোলাম হাবিব লিটুর পরিচালনায় এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, অনিন্দিতা মিমি প্রমুখ।

ঈদে শ্যামল মাওলা ও অনিন্দিতা মিমির ‘হ্যান্ডসআপ’

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বদরুল আর আজিজুল প্রায় ৮ বছর পর গ্রামে ফেরে মালয়েশিয়া থেকে। প্রত্যেকের জন্য কিছু না কিছু উপহার নিয়ে আসে। পুরো গ্রামে হৈ হৈ পড়ে যায়। বিয়ের প্রস্তাব আসতে থাকে দু’জনের। কিন্তু বদরুল নায়িকা ক্যাটরিনা কাইফের মতো সুন্দর কাউকে না পেলে বিয়ে করবে না। এমন গল্পে ঈদের ৫ম দিন বিকাল ৪.৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটক ‘হ্যান্ডসআপ’। গোলাম হাবিব লিটুর পরিচালনায় এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, অনিন্দিতা মিমি প্রমুখ।