রাজের সঙ্গে প্রেম ও বিয়ের অজানা গল্প শোনালেন পরীমনি

 রাজের সঙ্গে প্রেম ও বিয়ের অজানা গল্প শোনালেন পরীমনি
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি ভালোবেসে বিয়ে করেছেন অভিনেতা শরিফুল ইসলাম রাজকে-প্রথম নিউড

প্রথম নিউজ, ডেস্ক : ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ভালোবেসে বিয়ে করেছেন অভিনেতা শরিফুল ইসলাম রাজকে। তাদের ঘরে প্রথম সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন এই দম্পতি। এই মধ্যে তাদের প্রথম সিনেমা পরিচালক পরিচালক গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমা।

আগামী শুক্রবার (১১ মার্চ) ২০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। গতকাল বুধবার (৯ মার্চ) মুক্তি আগে রাজধানীর শেফস টেবিল কোর্টসাইড (১০০ ফিট) মাদানি অ্যাভিনিউয়ে প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়।

এই ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে রাজ-পরীর প্রেম হয়। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত। কিন্তু তাদের প্রেমের শুরুটা কীভাবে? কে-ই বা আগে প্রেমের প্রস্তাব দিয়েছেন, এমন প্রশ্ন কৌতুহলী ভক্তদের মনে ঘুরপাক খায়!

সেই অজানা গল্প এবার পরীমনি নিজেই মুখ খুললেন। তিনি হাসতে হাসতে বলেন ‘রাজকে প্রেমের প্রস্তাব আমি দিয়েছিলাম! কিন্তু ওর না বলার উপায় ছিল না! তারপর মনে হয়েছে আমাদের বিয়ে করা উচিত তাই বিয়ে করে নিয়েছে। তারপরে তো কাহিনী সবাই জানে। আমাদের জন্য দোয়া করবেন।’

তিনি আরও বলেন ‘আমি তো চিন্তা করতে পারি নাই। গুণিন সিনেমার টিম আমাদের নিয়ে এই রকম অনুষ্ঠান করবে। খুব ভালো্ লাগছে আমার। আশা করি দর্শক সবাই হলে গিয়ে ‘গুণিন’ সিনেমাটা দেখবেন। আমি চেষ্টা করছি নিজে যতটা অভিনয় পারি সবটা দিয়ে কাজ করতে। গুণিন টিমের সকলের জন্য অনেক ভালোবাসা।

গুণিন সিনেমার প্রিমিয়ার শোয়ের নাম শিরোনাম রাখা হয় রাজ ও পরীমনির সিনেমার চরিত্র ‘গুণিন বাড়ির রমিজ-রাবেয়ার বিয়ে’। এই আয়োজনে বর-কনের বেশে হাজির হন রাজ ও পরীমনি।

‘গুণিন’ সিনেমাটি কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প থেকে। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom