অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ লাখ টাকা খোয়ালেন গরু ব্যবসায়ী

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ লাখ টাকা খোয়ালেন গরু ব্যবসায়ী

প্রথম নিউজ, মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ছয় লাখ টাকা খুইয়েছেন তহিদুল ইসলাম (৪৫) নামে এক গরু ব্যবসায়ী। কুষ্টিয়ার মিরপুর থেকে বামন্দী হাটে আসার সময় সোমবার (২৬ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া তহিদুলকে গুরুতর অসুস্থ অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তৌহিদুল ইসলাম মিরপুর বাসস্ট্যান্ড এলাকার সাইফুল বিশ্বাসের ছেলে


ভুক্তভোগী ব্যবসায়ীর স্বজনরা জানান, গরু ব্যবসায়ী তৌহিদুল ইসলাম গরু কেনার জন্য বাড়ি থেকে বামন্দি পশুর হাটের উদ্দেশ্যে রওনা দেন। মিরপুর বাসস্ট্যান্ড থেকে মেহেরপুর কুষ্টিয়া সড়কে লোকাল বাসে তিনি বামন্দীর দিকে আসছিলেন। পথিমধ্যে তাকে অচেতন করে তার কোমরে থাকা ব্যাগের মধ্য থেকে ছয় লাখ টাকা নিয়ে সটকে পড়ে অজ্ঞান পার্টির সদস্যরা। অসুস্থ অবস্থায় তোহিদুলকে তেরাইল বাজারে নামিয়ে দিয়ে বাসটি চলে যায়। এ সময় স্থানীয়রা তার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে হাসপাতালে ভর্তির উদ্যোগ নেন। পরে বামন্দী পশুন হাটে থাকা তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তোহিদুলকে নিয়ে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

এদিকে দুই সপ্তাহ আগে একইভাবে বামুন্দি পশুর হাট এলাকায় দুই ব্যবসায়ীকে অচেতন করে আড়াই লাখ টাকা হাতিয়ে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। অজ্ঞান পার্টির অপতৎপরতা যেন থামছেই না। 

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ নেওয়া হচ্ছে।