ইয়েমেনে মার্কিন বিমান হামলার পর বেড়েছে তেলের দাম
বর্তমানে এর এক ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৭৯.৩৩ মার্কিন ডলারে। মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই’র দাম বেড়েছে ২.৭৯ শতাংশ। বর্তমান দাম দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ২.৭৯ ডলার।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইসরাইলি জাহাজগুলোকে টার্গেট করায় ইয়েমেনকে শাস্তি দিতে দেশটিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে সহায়তা করেছে বৃটেন। তবে ওই হামলার পর বিশ্ব বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অপরিশোধিত তেলের দাম বেড়েছে দুই শতাংশেরও বেশি। আরটি জানিয়েছে, গ্লোবাল বেঞ্চমার্ক ব্রেন্ট ফিউচারের দাম বেড়েছে ২.৪৮ শতাংশ। বর্তমানে এর এক ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৭৯.৩৩ মার্কিন ডলারে। মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই’র দাম বেড়েছে ২.৭৯ শতাংশ। বর্তমান দাম দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ২.৭৯ ডলার।
হুথিদের হামলার কারণে বেশ কিছু বৈশ্বিক শিপিং জায়ান্ট তাদের জাহাজগুলিকে লোহিত সাগর থেকে দূরে সরিয়ে নিচ্ছে। এর পরিবর্তে তারা গোটা আফ্রিকা মহাদেশ ঘুরে চলাচল করছে। এতে যাত্রাপথ কয়েক গুণ পর্যন্ত বড় হচ্ছে।