ইসরাইলি হামলায় আরেক সাংবাদিক নিহত

ইসরাইলি হামলায় আরেক সাংবাদিক নিহত

প্রথম নিউজ, ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনের আরও একজন সাংবাদিক নিহত হয়েছেন। 

লেবানন ভিত্তিক টেলিভিশন নিউজ চ্যানেল আল মায়াদিন সোমবার এ তথ্য জানিয়েছে। 

খবরে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে খবর সংগ্রহের কাজে ব্যস্ত থাকা সাংবাদিক ইব্রাহিম মোহারেবকে লক্ষ্য করে হামলা চালায়। এতে তার মৃত্যু হয়।

এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ফিলিস্তিনি সাংবাদিক নিহতের সংখ্যা ১৭০-এ পৌঁছেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ফিলিস্তিনি সাংবাদিকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু করছে। যাতে তারা দখলদার সরকারের অপরাধ কভার করতে না পারে। 

অন্যদিকে মানবতাবাদী সংগঠনগুলো সাংবাদিকদের ওপর হামলার জন্য ইসরাইলি শাসকগোষ্ঠীর কঠোর সমালোচনা করেছে। সূত্র: ইরনা