ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ জুলাই বিপ্লবে আহতদের
প্রথম নিউজ, অনলাইন: শ্যামলীর পর এবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই-আগস্ট আন্দোলনে আহতরা। প্রধান উপদেষ্টার কার্যালয় ‘যমুনা’ অভিমুখী সড়কে অবস্থান নিয়ে তারা যান চলাচল বন্ধ করে দিয়েছেন। ৭ দফা দাবি নিয়ে শনিবার সন্ধ্যা থেকে আন্দোলন শুরু করেন পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউট এ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। রাতভর পঙ্গু হাসপাতালের সামনের রাস্তায় অবস্থান শেষে রোববার সকাল ১১টা থেকে তারা শ্যামলী শিশু মেলা মোড়ে অবস্থান নিয়ে পুরো এলাকার যান চলাচল বন্ধ করে দেন। শনিবার সন্ধ্যা থেকে শুরু করে রোববার দিনভর সড়ক অবরোধ করে রাখার পরও সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসায় সন্ধ্যার পর তারা শিশু মেলা থেকে রিকশাযোগে প্রধান উপদেষ্টার কার্যালয় ‘যমুনা’র উদ্দেশ্যে রওনা করেন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পৌঁছালে নিরাপত্তার স্বার্থে তাদের পথরোধ করে পুলিশ। পুলিশের বাঁধার মুখে তারা সেখানেই অবস্থান নিয়ে আছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, জুলাই বিপ্লবে আহতরা যুমনায় প্রবেশ করতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তার স্বার্থে তাদের যেতে নিষেধ করি। এরপর তারা আমাদের ব্যারিকেডের সামেন রাস্তায় বসে পরেন।