‘ইতিহাসের সেরা জয়’ বিতর্ক এড়িয়ে গেলেন রাজ্জাক
প্রথম নিউজ, ডেস্ক : এটাই কি বাংলাদেশের ক্রিকেটের সেরা সাফল্য? সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মত তেমনটাই। তার পরিষ্কার কথা, অন্যতম সেরা নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়টা দেশের ক্রিকেটেরই সর্বোচ্চ সাফল্য।
তবে জাতীয় দলের অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক এই সেরার বিতর্কে নিজেকে শামিল করতে চাইলেন না। খুব কৌশলে জবাব দিলেন এই প্রশ্নের।
রাজ্জাকের মতে, এটা অন্যতম সেরা জয় অবশ্যই। তবে টেস্টের মতো ফরমেটে বাংলাদেশের জন্য সবগুলো জয়ই গুরুত্বপূর্ণ। তাই আলাদা করে একটিকে সেরা বলার উপায় নেই।
রাজ্জাক বলেন, ‘টেস্ট জেতা অনেক অনেক বড় ব্যাপার। তার ওপর সেটা যদি হয় নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। আমি যেটা বলব- এটা আমাদের অন্যতম সেরা জয়। যে সময়গুলোতে আমরা টেস্ট জিতেছি, প্রত্যেকটা সময়ই এরকম গুরুত্বপূর্ণ ছিল।’
সঙ্গে যোগ করেন, ‘সময় অনুযায়ী গুরুত্ব অনুধাবন হয়। এই সময়ের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবার যখন আমরা প্রথম টেস্ট জিতেছিলাম, সেটা ছিল আরও বেশি। যতগুলো টেস্ট আমরা জিতেছি, আমাদের কাছে মনে হয়েছে এটাই মনে হয় সেরা। তবে এটা অন্যতম সেরা।’
এই দলটা বলতে গেলে অসাধ্য সাধন করেছে। এদের ওপর বিশ্বাস রাখাই যায়। তবে রাজ্জাক জানালেন, শুধু এই দলটার ওপর নয়, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দলটি যাই হোক, তাদের ওপর বিশ্বাসটা সবসময় রাখেন তিনি।
রাজ্জাকের ভাষায়, ‘যখন যে দলটাই বাংলাদেশ দল হয়ে আসে, আমি তাদের ওপর বিশ্বাসী থাকি। এই গ্রুপটাও ব্যতিক্রম নয়। আমি অবশ্যই তাদের সবার ওপর বিশ্বাস রাখি। যে টেস্ট গেছে সেটা অসাধারণ ছিল। আশা করব এই পারফরম্যান্স ধরে রাখব। তাহলে টেস্টে আরও উন্নতি হবে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: