‘ইচ্ছে ছিল ওর জন্মদিনে ভালো কিছু সারপ্রাইজ করব, আর হলো না’
প্রথম নিউজ, জামালপুর : জামালপুরের মেলান্দহে রৌমারী বিলে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে গোসল করতে গিয়ে সৌহার্দ্য (১৬) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়। এ ঘটনার প্রায় ২০ ঘণ্টা কেটে গেলেও এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধানে বিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছে।
এর আগে শুক্রবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় মেলান্দহ উপজেলার রৌমারী বিলে নিখোঁজ হয়। নিখোঁজ সৌহার্দ্য মাদারগঞ্জ উপজেলা দিঘলকান্দি এলাকার অধ্যাপক শাজাহানের ছোট ছেলে। তবে তার দীর্ঘদিন ধরে জামালপুর শহরের জিগাতলা এলাকায় থাকেন।
সে জামালপুর শহরের বেলটিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। দুই ভাই ও দুই বোন তাদের মধ্যে সবার ছোট ছিল সৌহার্দ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ সৌহার্দ ও তার ৪ বন্ধু জামালপুর শহর থেকে মোটর সাইকেল দিয়ে রৌমারী বিলে ঘুরতে যায়। বিলে ঘুরতে এসে গোসল করতে বিলে নামে। এ সময় পানিতে ডুবে যায় সৌহার্দ্য। সঙ্গে সঙ্গে বন্ধুরা খুঁজতে শুরু করে। পরে তাকে খুঁজে না পেলে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। গতকাল সন্ধ্যা ৬টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন নিখোঁজ হাওয়া ওই শিক্ষার্থীকে উদ্ধারের অভিযান শুরু করেন। তবে ২০ ঘণ্টা কেটে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ ওই শিক্ষার্থীর বন্ধু মেঘলা বলেন, আজ সকাল থেকে বিলে এসে বসে আছি, সৌহার্দ্য আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল। এখনো ভাবতেই পারতাছিনা সৌহার্দ্যর কিছু হয়েছে। ইচ্ছে ছিল ওর জন্মদিনে ভালো কিছু সারপ্রাইজ করব। কিন্তু সেই ভাগ্য আর হইলো না।
মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনা শুনেই ঘটনাস্থলে গিয়েছিলাম। ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা বিলে খুঁজছে। এখনো ওই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যায়নি।