আ. লীগের এক পক্ষের হামলায় শিশুসহ গুলিবিদ্ধ ৫

গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আ. লীগের এক পক্ষের হামলায় শিশুসহ গুলিবিদ্ধ ৫

প্রথম নিউজ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের এক পক্ষের ওপর আরেক পক্ষের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।  গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- জয় মস্তান (২০), জহিরুল (৩২), জু‌য়েল (১৯) ও সালাউদ্দিন (৩০)।  এ সময় গুলিতে সাত মাসের শিশু তাবাসুমও গুলিবিদ্ধ হয়েছে। 

আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়।  তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ জয় মস্তানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। 

আহতরা জানান, তারা মজিবুর মেম্বার সর্মথক।  কাছ শেষে তারা মুন্সীগঞ্জ থেকে নিজগ্রাম সোলার চর ফিরছিলেন।  পথে সোলাচর এলাকায় পৌঁছলে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মেম্বার পক্ষের আহাদুল, মনা ও কালামসহ ৩/৪ জনের একটি সঙ্ঘবদ্ধ দল জয় ও জহিরুলকে গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করেন। 

এ সময় তারা পালানোর চেষ্টা করলে গুলি ছোড়েন আহাদুল, মনা ও কলাম।  এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন জয় মস্তান, জহিরুল, জু‌য়েল ও সালাউদ্দিন।  এ সময় গুলিবিদ্ধ হয় তাবাসুম। বর্তমানে সোলারচর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 

সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ঘটনা পর অভিযান চলছে।