আ’লীগ সরকারের অধীনে সাজানো নির্বাচনে যাবে না বিএনপি- ওয়ারেছ আলী মামুন

শুক্রবার ২জুন সকাল ১১টায় শহরের স্টেশন রোডে জেলা বিএনপি অফিসে জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল  খাদ্য বিতরনকালে তিনি এসব কথা বলেছেন।

আ’লীগ সরকারের অধীনে সাজানো নির্বাচনে যাবে না বিএনপি- ওয়ারেছ আলী মামুন

প্রথম নিউজ.জামালপুর প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, জিয়াউর রহমানকে নিয়ে আজকে যারা কটুক্তি করে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বার্তা বলেন তারা জানেন না দেশের জন্য তিনি যে অবদান রেখে গেছেন তা কখনই মানুষ মন থেকে মুছে ফেলতে পারবে না। আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে জিয়াউর রহমান প্রবর্তিত গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বর্তমান আওয়ামীলীগ সরকারের অধীনে সাজানো নির্বাচনে যাবে না বিএনপি।

তিনি আরো বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে এই অবৈধ সরকার যদি জুলুম করে ক্ষমতা ধরে রাখতে চায় তাহলে আগামী দিনে আমাদের যদি শরীর থেকে রক্ত দিতে হয়, কারো জীবন দিতে হয়, তার পরেও আন্দোলন করে ক্ষমতার মসনত থেকে শেখ হাসিনার সরকারকে টেনে হেচড়ে পদত্যাগে বাধ্য করবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগনকে সাথে নিয়ে সরকার পতনে মহিলা দলসহ বিএনপি রাজপথের আন্দোলনে আছে- থাকবে।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার ২জুন সকাল ১১টায় শহরের স্টেশন রোডে জেলা বিএনপি অফিসে জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল  খাদ্য বিতরনকালে তিনি এসব কথা বলেছেন। জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদিকা সাইদা বেগম শ্যামা, জেলা মহিলা দল নেত্রী এডভোকেট দিলরুবা বেগম, মাহমুদা নবাব, শামিমা বেগম, পিয়ারা হায়দার, সনেকা বেগম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক সজিব খান, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ  প্রমূখ। আলোচনা সভা শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তার পরিবার, দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।