আম গাছ নিয়ে দ্বন্দ্ব, লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

আম গাছ নিয়ে দ্বন্দ্ব, লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

প্রথম নিউজ, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় বড় ভাইয়ের লাঠির আঘাতে জাকিরুল ইসলাম মিস্টার (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৮এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে শুক্রবার দুপুরে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, শুক্রবার দুপুরে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রান্নাথ পাটিকা পাড়া গ্রামের কেরামত আলীর ছেলে জহুরুল ইসলামের সঙ্গে জাকিরুল ইসলাম মিস্টারের বিরোধ হয়। জহুরুল ইসলামের লাগানো আম গাছ ছোট ভাই জাকিরুল ইসলাম মিস্টার উপড়ে ফেলে। বাগবিতণ্ডার এক পর্যায়ে জহুরুল ইসলাম ছোট ভাই জাকিরুল ইসলাম মিস্টারকে লাঠি দিয়ে আঘাত করেন। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জাকিরুল ইসলাম মিস্টার মারা যান।

তিনি বলেন, দুই ভাইয়ের মারামারির ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের প্রস্তুতি চলছে।