বেশি মুনাফার লোভ দেখিয়ে লাখ টাকা আত্মসাৎ, এনজিও কর্মী গ্রেপ্তার

এনজিওর ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার

বেশি মুনাফার লোভ দেখিয়ে লাখ টাকা আত্মসাৎ, এনজিও কর্মী গ্রেপ্তার

প্রথম নিউজ, চাঁপাইনবাবগঞ্জ: গ্রামের সহজ সরল সাধারণ মানুষদের অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতো আঞ্চলিক উন্নয়ন সংস্থা-আউস নামের ভুয়া একটি এনজিও। বিভিন্ন সময়ে গ্রাহককে অধিক মুনাফার প্রলোভন ও ঋণ দেওয়ার লোভ দেখিয়ে অসহায় দুঃস্থদের জমাকৃত লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ভুয়া এনজিওর কর্মীরা। এমনকি ঋণ দেওয়ার সময় গ্রাহকদের থেকে নেওয়া হত ফাঁকা চেক। সেই চেক নিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের থেকে আদায় করা হত অতিরিক্ত টাকা।   

এভাবে গ্রাহকের ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভুয়া এনজিও-এর মূলহোতা, ম্যানেজার, মাঠকর্মীসহ ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। বুধবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।  র‍্যাব জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে নাচোল উপজেলার খোলসী বাজারের খলিল ডিলার বাড়িতে থাকা আঞ্চলিক উন্নয়ন সংস্থা-আউসের অফিস থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় এক হাজার ভুয়া পাশবই, বিভিন্ন ব্যাংকের ১৫টি ফাঁকা চেক জব্দ করে র‍্যাব। 

গ্রেপ্তারকৃত সদস্যরা হলেন- প্রতারক চক্রের মূলহোতা ও ভুয়া এনজিওর ম্যানেজার নাচোল উপজেলার চকপুস্তম গ্রামের আব্দুল জলিলের চেয়ে আব্দুল্লাহ আল নোমান (২৫), মৃত আফাজ উদ্দিনের ছেলে মাঠকর্মী তৌহিদুর রহমান (৩৮) গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে জিয়াউল হক (৪০), নাচোল উপজেলা ফতেপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), বাউল গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে গোলাম আযম (৩৮) ও মীড়কাডাঙ্গা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোশারফ হোসেন (৩৭)। 

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, এই চক্রটি সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেওয়ার জন্য আঞ্চলিক উন্নয়ন সংস্থা-আউস নামের ভুয়া একটি এনজিও প্রতিষ্ঠা করে। এই এনজিওতে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার লোভ দেখিয়ে গরিব অসহায় লোকদের বিনিয়োগ করতে এবং  ঋণ নেওয়ার জন্য বাধ্য করত। এমনকি ঋণ দেওয়ার পর গ্রাহকদের থেকে ফাঁকা চেক নিয়ে পরে ব্ল্যাকমেইল করে অতিরিক্ত টাকা আদায় করত তারা। পরে গ্রাহকের জমাকৃত লাখ লাখ টাকা হাতিয়ে নিত। 

র‍্যাব আরও জানায়, অসংখ্য ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চাঁপাইনবাগঞ্জের র‍্যাবের গোয়েন্দা দল এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। সম্প্রতি গণমাধ্যমে এনওজিও-র বিষয়ে ব্যাপক লেখালেখি হলে র‍্যাব তা আমলে নিয়ে এই অভিযান করতে উদ্বুদ্ধ হয়। এতে আঞ্চলিক উন্নয়ন সংস্থা চক্রের মূলহোতাসহ ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি-এমআরএর অনুমোদন ছাড়াই তারা দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ঋণের কার্যক্রম পরিচালনা করে আসছে, যা সম্পূর্ণভাবে বেআইনি ও অপরাধ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‍্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom