আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কৃত নোনাজলের কাব্য ও রেহানা মরিয়ম নূর
প্রথম নিউজ, ডেস্ক : সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দুটি সিনেমা দেশ-বিদেশে ব্যাপকভাবে আলোড়িত হচ্ছে। আলোচিত দুটি ছবি ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘নোনা জলের কাব্য’। সম্প্রতি কানাডার দক্ষিণ এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতায় তিনটি পুরস্কার জয় করেছে।
‘নোনাজলের কাব্য’ ছবির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত পেয়েছেন ‘শ্রেষ্ঠ পরিচালক’ এবং আজমেরী হক বাঁধন জিতে নিয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার।
পরিচালক আরশাদ খান বলেছেন- নোনাজলের কাব্য বাংলাদেশের চলচ্চিত্রে এক নতুন মাত্রা যোগ করল, এমনকি দক্ষিণ এশীয় চলচ্চিত্রের জন্যও এটি নতুন একটি মানদণ্ড। এদিকে বছরের শুরুতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ এশীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নোনাজলের কাব্য।
এদিকে সর্বশেষ কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রথম সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। রেহানা নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
এবারের ‘এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড’ আসরের সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন বাঁধন।
‘নোনা জলের কাব্য’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া এবং তাসনোভা তামান্না। দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই এবং তাদের সামাজিক রীতিনীতি ও সংস্কার এ চলচ্চিত্রের মূল বিষয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: