আজ অভিনেত্রী আনুশকার জন্মদিন
প্রথম নিউজ, ডেস্ক : বলিউডের সফল অভিনেত্রী ও ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মার ৩৫তম জন্মদিন আজ। ২০০৮ সালে রব নে বনা দি জোড়ি ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেত্রী।
তবে বলিউডে সুযোগ পাওয়ার আগে বেশ কিছু বিজ্ঞাপনে নজর কাড়েন তিনি। একটি বিজ্ঞাপনে আনুশকা শর্মাকে লম্বা সিল্কি চুল দেখিয়ে ছেলে পক্ষকে ইমপ্রেস করতে দেখা যায়। সেই বিজ্ঞাপন দিয়েই তিনি আদিত্য চোপড়ার মতো পরিচালকদের নজর কাড়েন।
অন্য আরেকটি বিজ্ঞাপনে আনুশকাকে একদল মেয়ের সঙ্গে দেখা গিয়েছিল। যাদের একটি লকার রুমে বসে থাকতে দেখা যায়।
আরেকটি বিজ্ঞাপনে আনুশকাকে বডি ক্রিমের বিজ্ঞাপন দিতে দেখা যায়। বিজ্ঞাপনে দেখা যায় অভিনেত্রী রুক্ষ শুষ্ক ত্বক যা তিনি ক্রিম লাগিয়ে ঠিক করছেন।
আরেকটি বিজ্ঞাপনে দেখা যায় এলোমেলো চুলে আনুশকা যখন ঘরে বসে আছেন তখন তার মা এসে তাকে বলেন ছেলেরা তাকে দেখতে আসছে। তিনি যেন পার্লারে গিয়ে সেজে আসেন। যা শুনে অভিনেত্রী কেবল তার চুলে একটি হেয়ার সিরাম লাগিয়ে নেন আর তাতেই তার চুল সফট আর শাইনি হয়ে যায়।
২০১৭ সালে রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, আমি যখন মডেলিং করতাম তখনও জানতাম আমায়যকী ধরনের বিজ্ঞাপন করতে হবে আর কোনটা হবে না। আমি এমন কোনও বিজ্ঞাপন করতে চাইনি যেখানে অনেক মেয়েরা ছিল।
আনুশকা আরও বলেন, আমি যখন আমার প্রথম ছবির অফার পাই তখন আমায় আদিত্য চোপড়া বলেছিলেন তুমি যদি অনেক অনেক বিজ্ঞাপন করতে তাহলে আমি হয়তো তোমায় বাছতাম না। কীভাবে জানি না, কিন্তু আমি জানতাম বেশি বিজ্ঞাপন আমি করব না।
আনুশিকা শর্মাকে শেষবার জিরো ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিতে তার সঙ্গে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফ ছিলেন।