এশিয়া কাপের পরিবর্তে পাঁচ দলের সিরিজ খেলতে চায় ভারত!

আসন্ন এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। আর সব ছাপিয়ে এটাই যেন এই আসরের আলোচনার কেন্দ্র বিন্দুতে

এশিয়া কাপের পরিবর্তে পাঁচ দলের সিরিজ খেলতে চায় ভারত!

প্রথম নিউজ, ডেস্ক : আসন্ন এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। আর সব ছাপিয়ে এটাই যেন এই আসরের আলোচনার কেন্দ্র বিন্দুতে। কারণ পাকিস্তানের মাটিতে খেলতে যেতে রাজি নয় ভারত। এটা অবশ্য পুরোনো বিতর্ক। সেই পালে এবার নতুন হাওয়া, পাকিস্তান যদি এশিয়া কাপ নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজন না করে তবে এই টুর্নামেন্টই হবে না!

পাকিস্তানি গণমাধ্যম বলছে, এশিয়া কাপ যদি শেষ পর্যন্ত না হয়, তাহলে এই সময়ে তারা পাঁচ দলের ভিন্ন একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। যদিও বাকি দলগুলো কারা হতে পারে সেই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

এরই মধ্যে এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে পাকিস্তানকে অনানুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল। যদিও সেই প্রস্তাব মেনে নেয়নি পিসিবি। এশিয়া কাপ পাকিস্তানে না হলে শ্রীলঙ্কা এই টুর্নামেন্ট আয়োজন করতে চায়। এ ছাড়া আরব আমিরাতও এশিয়া কাপ আয়োজন করতে রাজি।

চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ মাঠে গড়ানোর কথা রয়েছে। আয়োজক হিসেবে রয়েছে পাকিস্তান। যদিও ছয় দলের এই টুর্নামেন্টকে ঘিরে এখনও রয়েছে অনিশ্চয়তা। মূলত ভারতের আপত্তির কারণেই এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট আসরকে নিয়ে রয়েছে শঙ্কা।