মাস্টারশেফ অস্ট্রেলিয়ার বিচারক জক জোনফ্রিলো মারা গেছেন

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার বিচারক ও পুরস্কার বিজয়ী রন্ধনশিল্পী জক জোনফ্রিলো মারা গেছেন

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার বিচারক জক জোনফ্রিলো মারা গেছেন

প্রথম নিউজ, ডেস্ক : মাস্টারশেফ অস্ট্রেলিয়ার বিচারক ও পুরস্কার বিজয়ী রন্ধনশিল্পী জক জোনফ্রিলো মারা গেছেন। মাত্র ৪৬ বছর বয়সে ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র অন্যতম এই বিচারক শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সোমবার (১ মে) জোনফ্রিলোর পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

জোনফ্রিলোর মৃত্যুর পর মাস্টারশেফ অস্ট্রেলিয়ার নতুন সিজন বাতিল করা হয়েছে, নেটওয়ার্ক ১০ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানকে বিষয়টি নিশ্চিত করেছে।

খাবারের সঙ্গে ছিল তার অটুট সম্পর্ক। ১২ বছর বয়স থেকেই খেলার মাঠ নয়, বাড়ির রান্নাঘর হয়ে উঠেছিল তার প্রিয় জায়গা। ১৫ বছর বয়সে ‘দ্য টার্নবেরি’ নামে একটি রিসোর্টে শিক্ষাণবিশ হিসাবে যোগ দেন। রান্না নিয়ে পথচলার সেই শুরু। দু’বছর পর বিশ্বখ্যাত রন্ধনশিল্পী মার্কো পিয়ের হোয়াইটের সঙ্গে কাজ শুরু করেন। ২২ বছর বয়সেই তিনি রন্ধনশিল্পী হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে রান্নার জগতে জকের জনপ্রিয়তা বাড়তে থাকে। 


পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এত আলোর মধ্যেও হঠাৎই তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। কীভাবে সেই অন্ধকার থেকে বেরিয়ে এসেছিলেন, ২০২১ সালে প্রকাশিত ‘দ্য লাস্ট শট’ নামে একটি স্মৃতিকথায় তা লিখেছেন জক। ২০১৩ সালে ‘ওরানা’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় রেস্তোরাঁ তৈরি করেন তিনি।