মোটরসাইকেল চুরির মামলায় একজন রিমান্ডে
রাজধানীর ওয়ারীতে মোটরসাইকেল চুরির অভিযোগে দায়ের করা মামলার এক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর ওয়ারীতে মোটরসাইকেল চুরির অভিযোগে দায়ের করা মামলার এক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়া আসামির নাম মো. কাজেম আলী (৩৮)।
সোমবার (১ মে) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মো আসাদুজ্জামান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমামের আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে ওয়ারী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সালোয়ার হোসেন বিষয়টি জানিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, গত ৩০ এপ্রিল রাতে ওয়ারী থানাধীন ভজহরি সাহা রোডের বাসার সামনে থেকে আশিকুর রহমান নামের একজনের টিভিএস মোটরসাইকেল চুরি হয়ে যায়। পরে বাদী বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে থানা এলাকায় ডিউটিতে থাকা পুলিশ বাদীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চোরকে ওয়ারী থানাধীন টিপু সুলতান রোডের উত্তরা ব্যাংকের সামনে থেকে আটক করে। পরে আটক আসামির কাছ থেকে বাদীর চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় চুরি যাওয়া মোটরসাইকেল মালিক ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।