আইপিএলে খেলতে চান আমির খান, চলছে প্র্যাকটিস

আইপিএলে খেলতে চান আমির খান, চলছে প্র্যাকটিস
আইপিএলে খেলতে চান আমির খান, চলছে প্র্যাকটিস-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ‘লাগান’ সিনেমায় বলিউড অভিনেতা আমির খানের সেঞ্চুরির কথা এখনও ভোলেননি অনেকে। বাস্তব জীবনেও আমির ক্রিকেটপ্রেমী। ক্রিকেটের আপডেট রাখেন নিয়মিত। আর সে কারণেই হয়তো আইপিএলে খেলার সুযোগ হবে কি না তা জানতে চেয়েছেন। আর এ জন্য অপিসের ছাদে প্র্যাকটিসও শুরু করেছেন। 

পরনে ছাই রঙের টি-শার্ট, চোখে চশমা। ভরপুর রোদে ছাদে ব্যাটিংয়ে মগ্ন আমির। ক্রিকেট খেলার ভিডিও পোস্ট করে বলেন, ২৮ তারিখে একটা গল্প শোনাব।পাশাপাশি আরও বলেন, আইপিএলে কি আমার সুযোগ হবে? 

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল এ ভিডিও। ভিডিওতে দেখা গেছে, আমিরের অফিসের ছাদের তিন পাশে মুড়ে দেওয়া হয়েছে নেট দিয়ে। আর সেখানে শট মেরে চলেছেন আমির খান।

এদিকে আমিরের লাল সিং চাড্ডা সিনেমা নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছে। তবে সেই সিনেমা কবে মুক্তি পাবে তা নিয়ে কোনও আপডেট পাচ্ছেন না আমির-ভক্তরা। 

অনেকেই মনে করছেন, ২৮ এপ্রিল আমির খানের লাল সিং চাড্ডা সিনেমার ফার্স্ট লুক দেখা যাবে। আমির তাই আগে থেকে বড় খবর দেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন। 

প্রসঙ্গত, লাল সিং চাড্ডা সিনেমায় আমির খানকে দেখা যাবে একেবারে নতুন লুকে। এক গাল দাড়ি, মাথায় পাগড়ি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom