রোজিনার পদত্যাগে কপাল খুললো রিয়াজের

রোজিনার পদত্যাগে কপাল খুললো রিয়াজের
শপথ নিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটিতে এবার কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ।

বুধবার (৬ এপ্রিল) শিল্পী সমিতির স্টাডি রুমে তিনি শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

শপথ গ্রহণ শেষে ইলিয়াস কাঞ্চনকে পা ছুঁয়ে সালাম করেন রিয়াজ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নিপুণ, সাইমন, অমিত হাসান, শাহনূর, আরমান ও কেয়া। তারা রিয়াজকে শুভেচ্ছা ও ভালোবাসার বারতায় বরণ করে নেন শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটিতে।

গত ২৮ জানুয়ারির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়াই করে হেরে যান নায়ক রিয়াজ। কিন্তু কমিটির নির্বাচিত সদস্য রোজিনার পদত্যাগ করলে কপাল খোলে এই তারকার।

গত ২৬ মার্চ সমিতির নতুন কমিটির মিটিংয়ে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রিয়াজকে রোজিনার স্থলাভিষিক্ত করা হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom