আইন তার নিজস্ব গতিতে চলবে : তথ্যমন্ত্রী

 আইন তার নিজস্ব গতিতে চলবে : তথ্যমন্ত্রী

প্রথম নিউজ, ঢাকা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ড. মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন৷ তিনি দেশের একজন জ্যেষ্ঠ নাগরিক৷ তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে বলতে চাই— কেউ নোবেল পুরস্কার পেলে তিনি আইনের ঊর্ধ্বে নন৷ আইন তার নিজস্ব গতিতে চলবে। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে ১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন৷ 

তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশের নোবেল লরিয়েটের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে; তাদের অনেকে কারাগারেও গেছেন৷ আইন এখানে নিজস্ব গতিতে চলবে৷ কাউকে আদালতে পাঠানোর পরিকল্পনা সরকারের নেই৷ আইন এবং আদালত যেভাবে সিদ্ধান্ত নেন, সরকার সেটি পালন করে মাত্র৷ 

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে আইন ও আদালত স্বাধীন৷ দেশের আইন-আদালত স্বাধীন বলেই সরকারদলীয় অনেক এমপির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে৷ তাদের কেউ কেউ কারাগারেও গেছে৷