অভিষেকেই ট্রিপল সেঞ্চুরির বিশ্বরেকর্ড
প্রথম নিউজ, ডেস্ক : প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই বিশ্বরেকর্ড গড়লেন ভারতের সাকিবুল গনি। বিহারের ২২ বছরের তরুণ সৌরভ গাঙ্গুলির শহর কলকাতায় উপহার দিলেন রাজকীয় এক ট্রিপল সেঞ্চুরি।
সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে শুক্রবার পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সাকিবুল খেলেছেন ৩৪১ রানের মহাকাব্যিক ইনিংস। ৪০৫ বল মোকাবেলায় গড়া ইনিংসে ৫৬টি চার আর দুটি ছক্কা হাঁকান এই তরুণ।
প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগের বিশ্বরেকর্ডও ছিল ভারতেরই দখলে। ২০১৮-১৯ মৌসুমে মধ্যপ্রদেশের ব্যাটার অজয় রোহেরা হায়দরাবাদের বিপক্ষে করেছিলেন অপরাজিত ২৬৭ রান। সেই বিশ্বরেকর্ড ভেঙে গেল সাকিবুলের ব্যাটে।
প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখানোর ম্যাচে চতুর্থ উইকেটে বাবুল কুমারের ৩৯৯ রানের জুটি গড়েন সাকিবুল।
দুর্দান্ত ব্যাট করেছেন বাবুলও। তার ৩৯৮ বলে করা ২২৯ রানের ইনিংস স্রেফ ঢাকা পড়ে গিয়েছে সাকিবুলের দাপটের সামনে। দিন শেষে ৫ উইকেটে ৬৮৬ রান করে ইনিংস ইনিংস ঘোষণা করেছে বিহার। অথচ সাকিবুল-বাবুল যখন শুরু করেন, তখন বিহারের রান ছিল ৩ উইকেটে ৭১।
এখন পর্যন্ত লিস্ট এ’র ১৪ ম্যাচে ৩৭৭ রান করেছেন সাকিবুল। মোতিহারের মধ্যবিত্ত পরিবারের ছেলে সাকিবুলের ক্রিকেটের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। ব্যাটিংটা করেন আক্রমণাত্মক। আর সবার মতো তারও স্বপ্ন অনেক বড়, দেশের প্রতিনিধিত্ব করা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: