অবরোধের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ
প্রথম নিউজ, টাঙ্গাইল : বিএনপির চলমান অবরোধের বিরুদ্ধে টাঙ্গাইলে আওয়ামী লীগের করা মিছিলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে জেলার আদালত প্রাঙ্গণে শহর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীরের উপস্থিতিতে এ সংঘর্ষ হয়।
এ ঘটনার সূত্র ধরে শহরের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ হেলাল ফকির কুপিয়ে আহত করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীরের নেতৃত্বে অবরোধ বিরোধী মিছিল বের হয়। মিছিলটি আদালত প্রাঙ্গণে গেলে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ন রশিদ আকন্দ সোনা ও সাধারণ সম্পাদক হেলাল ফকির মধ্যে বাগবিতণ্ডা হয়।
বিষয়টি তাৎক্ষণিক পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর সমাধান করেন। পরে সভাপতি হুমায়ন রশিদ আকন্দ সোনা তার পশ্চিম আকুর টাকুর পাড়া বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষরা হামলা করে। পরে তিনি নিজেকে রক্ষার জন্য উল্টো হামলা করে। এক পর্যায়ে সাধারণ সম্পাদক হেলাল ফকিরকে কুপিয়ে আহত করা হয়। হেলাল ফকির বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ছাড়াও তার ছেলে ইব্রাহিম ফকির ও অনুসারী আজিজ ফকির আহত হন।
এ বিষয়ে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ন রশিদ আকন্দ সোনা দাবি করেন, প্রথম ঘটনাটি মেয়র সমাধান করেছিলেন। পরে আমি বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষরা আমার ওপর হামলা করে। পরে আমাকে রক্ষা করার জন্য অনুসারীরা উল্টো হামলা করে।
টাঙ্গাইল সদর থানার ওসি শেখ আবু ছালাম মিয়া বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ ঘটনায় তিন জন আহত হয়েছে। এখন পর্যন্ত কোনও পক্ষ মামলা বা অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।