অন্তঃসত্ত্বা অভিনেত্রীর মৃত্যু, নবজাতক আইসিইউতে

অন্তঃসত্ত্বা অভিনেত্রীর মৃত্যু, নবজাতক আইসিইউতে

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন মালয়ালম অভিনেত্রী ডা. প্রিয়া। বুধবার (১ নভেম্বর) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩৫ বছর বয়সী এ অভিনেত্রী। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ তার নবজাতক সন্তান বর্তমানে আইসিইউ-তে রয়েছে৷ তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন অভিনেতা কিশোর সত্য। 

এক স্ট্যাটাসে তিনি লেখেন, আরও একটি অপ্রত্যাশিত অকালমৃত্যু মালয়ালম টেলিভিশন জগতে৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ডক্টর প্রিয়া৷ তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ তার নবজাতক সন্তান আইসিইউ-তে রয়েছে৷

এদিকে ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন ডা. প্রিয়া। সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তবে প্রিয়ার বাচ্চা এখনো বেঁচে আছে; তাকে আইসিইউতে রাখা হয়েছে।

এদিকে প্রিয়ার মৃত্যু মেনে নিতে পারছেন না তার মা। তার স্বামী গত ৬টি মাস প্রিয়াকে ছেড়ে কোথাও যাননি। এসব তথ্য উল্লেখ করে কিশোর সত্য বলেন, আপনি তাদের (মা-স্বামী) কী বলে সান্ত্বনা দেবেন? ঈশ্বর কেন এই নিষ্ঠুর আচরণ করলেন?

প্রসঙ্গত, মালায়ালাম টিভি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ ডা. প্রিয়া। মূলত, ‘কারুথামুথু’ সিরিয়ালে অভিনয় করে খ্যাতি পান এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি চিকিৎসক হিসেবেও কাজ করতেন। বিয়ের পর অভিনয় থেকে বিরতি নেন তিনি।  স্থানীয় সূত্রে জানা গেছে, ডাক্তার প্রিয়া তিরুঅনন্তপুরমের পিআরএস হাসপাতালে কর্মরত ছিলেন।