অটোরিকশায় পিকআপের ধাক্কা, ৩ জনের মৃত্যু
বেগমগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশারচালকসহ তিনজন নিহত হয়েছেন
প্রথম নিউজ, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশারচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
রোববার ভোর ৪টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দ্বীপ উপজেলার হাতিয়ার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের কামার উদ্দিনের ছেলে সোহেল (২২) একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ (২৮) ও সিএনজিচালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লেদু মিয়ার ছেলে হৃদয় (১৮)।
এছাড়া আহত হলেন- বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা ফোরকান উদ্দিন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মৃদুল কান্তি জানায়, অটোরিকশার যাত্রী সোহেল ও আমজাদ ফেনীর একটি হোটেলে কাজ করতেন। শনিবার রাতে গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়ার জন্য অটোরিকশায় ওঠেন তারা। অটোরিকশাটিড ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা বাজারে পৌঁছলে চৌমুহনী থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ তাদের ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই চালক হৃদয় ও যাত্রী সোহেল মারা যায়। পরে আমজাদ ও ফোরকানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আমজাদের অবস্থা খারাপ হতে থাকলে ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews