প্রথম নিউজ, ডেস্ক: ৫০০০ ভিসা ইস্যু করতে রোমানিয়ার একটি কনস্যুলার টিম ঢাকা আসছে। মার্চ থেকে ঢাকায় ৩ মাসের অস্থায়ী কনস্যুলেট খুলে তারা এ সেবা প্রদান করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমনকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তা মতে, রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ৬ সদস্যের একটি কনস্যুলার টিম ঢাকায় পাঠাচ্ছে। তারা মোট ৫০০০ ভিসা ইস্যু করতে আসছে। যার মধ্যে ৩৪০০ ঝুলে থাকা (প্যান্ডিং) ভিসার আবেদন রয়েছে। ঢাকা জানায়, বিশ্বের কোথাও রোমানিয়ার এমন কনস্যুলার মিশন পাঠানোর সিদ্ধান্ত এটাই প্রথম। ২০২১ সালের অক্টোবরে বাংলাদেশ ও রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ঢাকায় মিশন পাঠিয়ে অস্থায়ী কনস্যুলার সেবা প্রদানের আলোচনা হয়।
সেই আলোচনার ধারাবাহিকতায় এখন রোমানিয়া সরকার ৩ মাসের অস্থায়ী কনস্যুলেট খোলার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিলো।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
news.google.com