৫০০ মিলিয়ন আলোকবর্ষ দূরের কার্টহুইল গ্যালাক্সির ছবি তুলল নাসার ‘জেমস ওয়েব টেলিস্কোপ’

৫০০ মিলিয়ন আলোকবর্ষ দূরের কার্টহুইল গ্যালাক্সির ছবি তুলল নাসার ‘জেমস ওয়েব টেলিস্কোপ’
৫০০ মিলিয়ন আলোকবর্ষ দূরের কার্টহুইল গ্যালাক্সির ছবি তুলল নাসার ‘জেমস ওয়েব টেলিস্কোপ’

প্রথম নিউজ, ডেস্ক : মহাকাশে প্রতিস্থাপনের পর একের পর এক চাঞ্চল্যকর ছবি পৃথিবীতে পাঠিয়ে চলেছে মার্কিন স্পেস এজেন্সি নাসার জেমস ওয়েব টেলিস্কোপ (James Webb Telescope)। এবারেই তার অন্যথা হল না। সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপটি কার্টহুইল গ্যালাক্সির (Cartwheel Galaxy) ছবি পৃথিবীতে পাঠিয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে নাসা। কার্টহুইল গ্যালাক্সি পৃথিবী থেকে ৫০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এই দুর্দান্ত ছবিটি ক্যাপচার করতে সক্ষম হয়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। কার্টহুইল গ্যালাক্সির এরকম অদ্ভুত আকৃতি হওয়ার কারণ দুটো ছায়াপথের মধ্যে প্রবল সংঘর্ষ।

ছবিতে কার্টহুইল আকৃতির এই ছায়াপথের কেন্দ্র থেকে দুটো বলয় প্রসারিত হতে দেখা গিয়েছে। মার্কিন স্পেস এজেন্সি নাসা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, পুকুরে ঢিল ছুড়লে যেমন রঙ বা বলয় আকৃতিতে জল প্রসারিত হয়, এখানেও অনেকটা তেমনই হয়েছে। কার্টহুইল গ্যালাক্সির কেন্দ্রে একটি সাদা রঙের বলয় রয়েছে এবং এই বলয়ে অনেক রঙের স্পোক দেখা গিয়েছে, মহাবিশ্বে যা ৪৪০ মিলিয়ন বছর ধরে এপ্রসারিত হচ্ছে। বাইরের অংশের বলয় প্রসারিত হলে তা পরবর্তীকালে গ্যাসে রূপান্তরিত হয় এবং নতুন নক্ষত্রের স্ফুলিঙ্গ গঠনে সাহায্য করে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom