৫ ইউনিটের বিদ্যুতের বিল ৩৬,২৫৫ টাকা!
একদিকে লোডশেডিং অন্যদিকে বিদ্যুৎ অফিসের মনগড়া বিলে অতিষ্ঠ ভোলার গ্রাহকরা। মাত্র ৫ ইউনিট বিদ্যুতের বিল আসছে ৩৬,২৫৫ টাকা।
প্রথম নিউজ, ভোলা: ভোলায় ৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকের বিল করা হয়েছে ৩৬,২৫৫ টাকা । একদিকে লোডশেডিং অন্যদিকে বিদ্যুৎ অফিসের মনগড়া বিলে অতিষ্ঠ ভোলার গ্রাহকরা। মাত্র ৫ ইউনিট বিদ্যুতের বিল আসছে ৩৬,২৫৫ টাকা।
সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হারুনের ছেলে হেলাল আবাসিক পল্লী বিদ্যুতের মিটার সংযোগ নেন। যার হিসাব নাম্বার ৬৬০_২২২৮। ওই মিটারে সেপ্টেম্বর মাসে মাত্র ৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিল আসছে ৩৬,২৫৫ টাকা। যা দেখে দরিদ্র হেলাল হতাশ। ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে বিলের কাগজ।
পল্লী বিদ্যুতের গ্রাহকরা জানান, সরেজমিনে এসে না দেখে এমন মনগড়া ভুতুরে বিল করেন। আবার এই মনগড়া বিল না দিলে বা দিতে সময় হলেই লাইন বিচ্ছিন্ন করে দিয়ে যান বিদ্যুৎ অফিসের কর্মীরা। অভিযোগ উঠেছে, পল্লী বিদ্যুতের পরানগঞ্জ জোনাল অফিসের এজিএম আবদুল মালেকের নির্দেশে এমন মনগড়া বিল হয়। আবার ভুক্তভোগী গ্রাহকদের জিম্মি করে নানান নাটকীয় ভাবে তিনি স্ট্যাম্প নিয়ে গ্রাহকদের হয়রানি করেন।
এ বিষয়ে পরানগঞ্জ জোনাল অফিসের এজিএম আবদুল মালেক ঢাকাপ্রকাশ-কে বলেন, ৫ ইউনিটের মূল্য ৩৬ হাজার ২৫৫ টাকা বিল আসা এটা অনাকাঙ্ক্ষিত ভুল। বিল প্রস্তুতকারীকে শোকজ করা হয়েছে। আমি বিলটির বিষয়ে জানতে পেরে ওই গ্রাহকের বিল সংসোধন করে নিজেই তার বাসায় গিয়ে পৌঁছে দিয়েছি। তবে ইতিমধ্যে এ অঞ্চলে বকেয়া বিল আদায় করে স্ট্যাম্পে মুচলেকা নেয়ার বিষয়ে তিনি বলেন, পবিস এর এমন কোনো আদেশ স্পষ্ট বা অস্পষ্ট নির্দেশনা নেই। যদি পবিসের কোনো কর্মকর্তা এমনটা করে থাকে আমরা তা গুরুত্ব সহকারে দেখব।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews