সরকারকে আর সময় দেয়া যাবে না: মির্জা ফখরুল
আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ র্যালি শুরু হয়।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান ফ্যাসিস্ট সরকারকে আর সময় দেয়া যাবে না। অবিলম্বে তাদের পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক শোক র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি সারাদেশে দলীয় কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যার প্রতিবাদে শোক র্যালির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সহযোদ্ধাদের হত্যার প্রতিবাদে আজকের এই শোক র্যালি। তারা জনগণের পক্ষে আন্দোলন করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে। তবুও আমাদের সংগ্রাম থেমে যায়নি। প্রতিদিনই রাজপথে আন্দোলন করছি।’
‘আজকে কোনো দুর্নীতির সংবাদ যাতে প্রকাশ না হয় সেজন্য ২৯ প্রতিষ্ঠান ও সংস্থাকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো বলে ঘোষণা করেছে। এই সরকার ফ্যাসিবাদ কায়েম করেছে। এই সরকারকে আর সময় দেয়া যাবে না। অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে। একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। রক্ত অনেক দিয়েছি, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনে এগিয়ে যাবো।’
রাজবাড়িতে সোনিয়া আক্তার স্মৃতিকে আটকের প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করছে সরকার। তার সমালোচনা করায় একজন নারীকে রাতে গ্রেফতার করা হয়েছে। কেনো তার বিরুদ্ধে সমালোচনা করা যাবে না? তিনি কি গড?’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে আন্দোলন করছি। সেই আন্দোলনে আমাদের নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে খুনি হাসিনার পুলিশ বাহিনী। সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবোনা।’
শোক র্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, মো. আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, মীর নেওয়াজ আলী নেওয়াজ, শিরিন সুলতানা, নাজিম উদ্দিন আলম, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, রফিকুল আলম মজনু, মো. আমিনুল হক।
আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের মো. আব্দুর রহিম, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, রাজীব আহসান, নাজমুল হাসান, শ্রমিক দলের মো. আনোয়ার হোসাইন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মহিলা দলের হেলেন জেরিন খান, ছাত্রদলের রাশেদ ইকবাল খান, আবু আফসান ইয়াহইয়াসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাযরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবুদস সালাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত আছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews