৪০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাহুল গান্ধীকে আবারও তলব

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানা গেছে

 ৪০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাহুল গান্ধীকে আবারও তলব
৪০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাহুল গান্ধীকে আবারও তলব-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পঞ্চম দিনের মতো আবারও মঙ্গলবার (২১ জুন) জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবারও ইডি তাকে চতুর্থ দিনের মতো জিজ্ঞাসাবাদ করে। ন্যাশনাল হেরাল্ড-কাণ্ডে আর্থিক অনিয়মের তদন্তে ওয়েনাডের সংসদ সদস্যকে এ পর্যন্ত ৪০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। বিভিন্ন সূত্র বলছে, আজই শেষ হতে পারে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের পর্ব।

এর আগে গত সপ্তাহের সোমবার থেকে বুধবার প্রতিদিনই রাহুল গান্ধীকে হাজিরা দিতে হয়েছে ইডির দপ্তরে। তার মা ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ কারণে কয়েকদিন সময় চেয়েছিলেন রাহুল গান্ধী নিজেই। সেই আবেদন মঞ্জুর হয়।

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানা গেছে। এরপর সোমবার রাহুল গান্ধীকে ফের জিজ্ঞাসাবাদ করা হয়। আগামী ২৩ জুন সোনিয়া গান্ধীকেও জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে ইডির।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom