৩৬৪ বিশেষজ্ঞ চিকিৎসককে পদোন্নতি
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত আলাদা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেওয়া হয়েছে।
প্রথম নিউজ, ঢাকা : দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মরত ৩৬৪ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত আলাদা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ৩৬৪ কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর চতুর্থ গ্রেডে টাকা ৫০,০০০/- টাকা থেকে ৭১,২০০/- টাকা বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে সিনিয়র স্কেল পাশের শর্ত প্রমার্জনপূর্বক পদোন্নতি প্রদান করা হলো। পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ পদোন্নতির অব্যাবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ আগামী ৭ নভেম্বরের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ইমেইলে [email protected] তে প্রেরণ করবেন। লিয়েন/প্রেষণ/ শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাগণের লিয়েন/প্রেষণ/ শিক্ষা ছুটি যোগদানের পর পদোন্নতি পদায়ন কার্যকর হবে।