৩ বছর পর টেস্ট দলে ফিরলেন এনামুল

৩ বছর পর টেস্ট দলে ফিরলেন এনামুল

প্রথম নিউজ, অনলাইন:  প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরলেন এনামুল হক বিজয়। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট চারদিনে হারার পর বুধবার দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। চট্টগ্রামে সোমবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। 

শেষ অনেক দিন ধরেই ঘরোয়া ক্রিকেটে ফর্মে আছেন এনামুল। জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে চারটি সেঞ্চুরি করার পুরস্কার পেলেন ৩২ বছর বয়সি কিপার-ব্যাটার বিজয়। কাল আবাহনীর বিপক্ষে চতুর্থ সেঞ্চুরি করেছেন তিনি। 

২০২২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষবার টেস্ট খেলেছিলেন বিজয়। তাকে জায়গা করে দিতে দলের বাইরে চলে যেতে হয়েছে জাকির হাসানকে। তিনি অবশ্য একাদশে ছিলেন না। যারা একাদশে ছিলেন সে মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলামদের কেউই বড় রান করতে পারেননি, দুই ইনিংসে ওপেনিং থেকে এসেছে সব মিলিয়ে ৪৪ রান। সাদমান দুই ইনিংসে করেছেন যথাক্রমে ১২ ও ৪ রান। জয়ের রান যথাক্রমে ১৪ আর ৩৩। তবু তারা টিকে গেছেন চট্টগ্রাম টেস্টের একাদশে।

এদিকে জাতীয় ক্রিকেট লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক অমিত হাসানের জায়গা না পাওয়াও আছে আলোচনায়। জাতীয় লিগে ৭৮৫ রান করা এই ব্যাটার ঢাকা প্রিমিয়ার লিগেও একটি করে সেঞ্চুরি আর ফিফটি করেছেন। তবু কেন তিনি নেই, এ নিয়ে কোনো ব্যাখ্যা বিসিবির পক্ষ থেকে আসেনি। তবে যেহেতু ওপেনারের বদলে আনা হয়েছে এনামুলকে, তা থেকে একটা ব্যাখ্যা দাঁড় করানো যায়। সিলেটের এই ব্যাটার জাতীয় লিগে খেলেছেন ৪ নম্বরে, মিডল অর্ডার নিয়ে নির্বাচকদের ‘ভাবনা নেই’ বলেই হয়তো দলে আসতে পারেননি জাতীয় লিগের সেরা এই পারফর্মার।

এদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাবেন পেসার নাহিদ রানা। তাই তার জায়গায় নেওয়া হয়েছে বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে। টেস্ট দলে প্রথম ডাক পেলেন তিনি।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান।