২৪ আগস্ট দেশবাসীকে যে কারণে সতর্ক থাকতে বললেন জেলেনস্কি
আগামী ২৪ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করবে ইউক্রেন

প্রথম নিউজ, ডেস্ক: আগামী ২৪ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করবে ইউক্রেন। একই সময়ে দেশটিতে রুশ আগ্রাসনের ছয় মাস পূর্ণ হবে।
সামনের দিনগুলোতে নিজের দেশের নাগরিকদের আরও সতর্কতা অবলম্বন করতে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়ার প্রাক্কালে শনিবার তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।
তিনি বলেন, ইউক্রেনের স্বাধীনতা দিবস উদযাপনের সময় রাশিয়া আরও হামলা চালাতে পারে। সম্প্রতি ক্রিমিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ১২ বেসামরিক ব্যক্তি আহত হন।
শনিবার রাতে এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনীয়রা সোভিয়েত শাসন থেকে স্বাধীনতার ৩১তম বার্ষিকী উপলক্ষ্যে মস্কোকে তাদের মধ্যে ‘হতাশা ও ভয় ছড়ানোর’ সুযোগ দেবে না।
তিনি বলেন, আমাদের সবাইকে অবশ্যই সতর্ক হতে হবে। এ সপ্তাহে রাশিয়া বিশেষভাবে ভয়ঙ্কর কিছু করার চেষ্টা করতে পারে।’
এদিকে ইউক্রেনে এখনো হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় সময় শনিবারও রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইউক্রেনীয় শহরের একটি আবাসিক এলাকায় আঘাত হানে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ এ সামরিক অভিযান শুরু করেন পুতিন। এ যুদ্ধে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। উদ্বাস্তু হয়েছেন লাখ লাখ মানুষ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews