২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে চীন
প্রথম নিউজ ডেস্ক: ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে চীন। বুধবার এর বিস্তারিত প্রকাশ করেছেন কর্মকর্তারা। চায়না ম্যান্ড স্পেস এজেন্সির (সিএমএসএ) উপপ্রধান ইঞ্জিনিয়ার ঝাং হেইলিয়ান এদিন উহান শহরে মহাকাশ বিষয়ক এক সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান বলে খবর দিয়েছে সরকারি বার্তা সংস্থা সিনহুয়া। চাঁদে চীনের এই মিশনের উদ্দেশ্য হবে সেখানে একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা। এর মধ্য দিয়ে সেখানে নানা রকম পরীক্ষা করা হবে। এর মধ্যে আছে চাঁদ বিষয়ক অনুসন্ধানী কাজ। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম গ্লোবাল টাইমসের মতে, দুটি যান পাঠানো হবে। একটি হবে চাঁদের পৃষ্ঠে অবতরণের ল্যান্ডার। অন্যটি মনুষ্যবাহী নভোযান চাঁদের কক্ষপথে অবস্থান নেবে। এরপর এই দুটি যান একটির সঙ্গে অন্যটি সংযুক্ত হবে।
তারপর চীনের নভোচারীরা অবস্থান নেবেন ল্যান্ডারে। তাদেরকে নিয়ে ল্যান্ডার অবতরণ করবে চাঁদের পৃষ্ঠে। এই অভিযানে যাওয়া বিজ্ঞানীরা চাঁদ থেকে নমুনা সংগ্রহ করবেন। তা নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান করবেন। তারপর ফিরবেন ল্যান্ডারে। কাজ শেষ হয়ে গেলে তারা আবার কক্ষপথে অবস্থানরত যানে ফিরে যাবেন। একবার এর সঙ্গে সংযুক্ত হতে পারলেই তা তাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনবে।
এই মিশনের জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। সিনহুয়ার রিপোর্টে বলা হয়েছে, চাঁদে অবতরণের জন্য প্রয়োজনীয় বিশেষ স্যুট, মনুষ্যবাহী লুনার রোভার, স্পেসশিপ, ল্যান্ডার প্রস্তুত করতে যেসব সরঞ্জাম প্রয়োজন তা উন্নয়নে ব্যস্ত সময় কাটাচ্ছেন চীনা গবেষকরা। তবে কতজন নভোচারীকে চাঁদে পাঠানো হবে তা প্রকাশ করা হয়নি।