হাইতিতে ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০
ক্যারিবিয়ান দেশ হাইতিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে
প্রথম নিউজ, ডেস্ক : ক্যারিবিয়ান দেশ হাইতিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। গত সপ্তাহে দেশটির উত্তরে ক্যাপ-হাইতিয়ান শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। খবর আল-জাজিরার।
ক্যাপ-হাইতিয়ানের ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) জানান, যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের গুরুতর অবস্থার কারণে মৃত্যুর সংখ্যা ‘এখনো দুর্ভাগ্যবশত অসম্পূর্ণ’।
এর আগে গত বুধবার হাইতিয়ান কর্তৃপক্ষ যে তথ্য প্রকাশ করেছিল তাতে ৭৫ জনের মৃত্যু ও ৪৭ জন গুরুতর দগ্ধ বলে জানা গিয়েছিল।
হাইতিতে ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০
এদিকে, দেশটির স্বাস্থ্যবিভাগ পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। ইউনিসেফের হাইতি কার্যালয়ের পক্ষ থেকেও দগ্ধদের চিকিৎসায় সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
সরকারি কর্মকর্তারা জানান, একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি উল্টে যায়। এরপর ট্যাংকারের জ্বালানি সংগ্রহ করতে সড়কে চলে আসেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এসময় ট্যাংকার বিস্ফোরণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে অনেকে হতাহত হন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: