হাসপাতাল থেকে বাসায় ফখরুল

 হাসপাতাল থেকে বাসায় ফখরুল

প্রথম নিউজ, ঢাকা : হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়।

চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বাসায় বিশ্রামে রয়েছেন। বিএনপি ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে হৃদরোগজনিত সমস্যা নিয়ে বুধবার (১০ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব।

তবে মহাসচিবের ঘনিষ্ঠ বলে পরিচিত বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থতার বিষয়ে তিনি কিছু জানেন না।

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে ভর্তির পর মির্জা ফখরুলের হার্টের এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রামের রিপোর্ট ভালো আসে। পরে তিনি ছাড়া পান।