হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দির ভাংচুরের ঘটনা পরিকল্পনা হয়েছে গণভবন থেকে: রিজভী
সরকার পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়ে এখন বিএনপির উপর দোষ চাপাচ্ছে

প্রথম নিউজ, ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দির ভাংচুরের ঘটনা পরিকল্পনা করা হয়েছে গণভবন থেকে। সারাদেশে হামলার ঘটনায় যারা আটক হয়েছে সব ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী। সত্য প্রকাশ হয়ে যাওয়ায় এখন পুলিশকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের ধরে নির্যাতন করে মিথ্যা নাটক সাজানো হচ্ছে। যা মানুষ বিশ্বাস করে না।
আজ বুধবার হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দির ভাংচুরের প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ সব কথা বলেন।
কেরানিগন্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাদ্দিদ আলী বাবুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ডাঃ দেওয়ান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু আসফাক,নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন মাস্টার, আরিফা সুলতানা রুমা প্রমুখ।
রিজভী আরও বলেন সরকার পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়ে এখন বিএনপির উপর দোষ চাপাচ্ছে। রংপুরের পীরগঞ্জে ছাত্রলীগ নেতা সৈকত আটক হয়েছে, ছাত্রলীগ তাকে বহিষ্কার করেছে, তারপরও কিভাবে বিএনপি নেতাদের দোষারোপ করা হয়। কুমিল্লা, বেগমগঞ্জের ঘটনায় আওয়ামিলীগ জড়িত পুরোহিতরাও বলেছেন,মন্দিরের নেতারা বলেছেন। ঘন্টার পর ঘন্টা হামলা হলো পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এখন বিএনপি নেতাদের দোষারোপ করে লাভ হবে না। ঘটনা ভিন্ন খাতে নিতে বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এটা সবাই জানে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: