হাত-চোখ বাঁধা অবস্থায় বিএনপি নেতা উদ্ধার
শুক্রবার ভোরে হাত-চোখ বাঁধা অবস্থায় তাদের রাজধানীর উওরা ১৩ নম্বর সেক্টরে পাওয়া গেছে।
প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুঁইয়া ও তার সহকারী আজাদের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার ভোরে হাত-চোখ বাঁধা অবস্থায় তাদের রাজধানীর উওরা ১৩ নম্বর সেক্টরে পাওয়া গেছে। এ সময় তাদের মুমূর্ষু অবস্থায় দেখা গেছে বলে জানান কবির আহমেদ ভুঁইয়ার ছোট ভাই মো. মোস্তফা।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে আমার বড় ভাই কবির আহমেদ ভুঁইয়া এবং তার ব্যক্তিগত সহকারি আজাদকে চোখ-হাত বাঁধা অবস্থায় উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডে কে বা কারা ফেলে রেখে যায়। এ সময় দায়িত্বরত নাইটগার্ড তাদেরকে রাস্তায় পড়ে থাকতে দেখে ভুক্তভোগীর পরিবারকে ফোন দিয়ে বিস্তারিত জানান। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে রাজধানীর ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। তারা দু'জনেই আতঙ্কগ্রস্থ। তাদেরকে কারা কিভাবে কোথায় নিয়ে গেছে এ বিষয়ে কিছুই বলতে পারেনি। সুস্থ হওয়ার পর গণমাধ্যমে বিস্তারিত কথা বলবেন বলে জানান তিনি। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরা এলাকা থেকে কবির আহমেদ ভুঁইয়াকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছিল বিএনপি।