সড়কে প্রাণ গেল কর আইনজীবীর
মঙ্গলবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সস্তাপুর এলাকার মাস সিএনজি স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সিএনজিচালিত দুটি অটোরিকশার মাঝে পড়ে নিহত হয়েছেন বজলুর রহমান (৭০) নামের এক কর আইনজীবী। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সস্তাপুর এলাকার মাস সিএনজি স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। আইনজীবী বজলুর রহমান শহরের উত্তর চাষাড়া এলাকার মৃত মৌলভি এলেম উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী এবং নারায়ণগঞ্জ ট্যাক্সেস বারের সাবেক সভাপতি। নারায়ণগঞ্জ ট্যাক্সেস বারের সভাপতি রতন কান্তি ধর বলেন, বিকেলে ফতুল্লার সস্তাপুর এলাকায় মাস সিএনজি পাম্পের সামনে লিংক রোড পারাপারের সময় দুটি অটোরিকশার মাঝে পড়ে গুরুতর আহত হন বজলুর রহমান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে সাইনবোর্ড প্রোঅ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির ভাতিজা আবদুর রহমান বলেন, তাঁর ছোট ভাই জিয়াউর রহমানসহ তাঁর চাচা রাস্তা হওয়ার সময় তিনি মাথায় আঘাত পেয়ে মারা যান। এ বিষয়ে পরিবারের সবার সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক বলেন, ‘ঘটনা শুনেছি। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews