সড়কে আমরাও নিরাপদ নই: বিআরটিএ চেয়ারম্যান
তিনি বলেন, আমাদের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তা করতে হলে আমাদের সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।
প্রথম নিউজ, ঢাকা: প্রতিদিন ১২ থেকে ১৫ জন সড়কে নিহত হচ্ছেন। এমনকি আমরাও নিরাপদ নই বলে মন্তব্য করেছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। তিনি বলেন, আমাদের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তা করতে হলে আমাদের সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।
২২শে অক্টোবর জাতীয় সড়ক নিরাপত্তা দিবস। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে মঙ্গলবার বিআরটিএ সদর দপ্তরে আয়োজিত সংবাদ এক সম্মেলনে নূর মোহাম্মদ মজুমদার আরও বলেন, পরিবহণ মালিক থেকে শ্রমিক ও সড়ক ব্যবহারকারী- সবাইকে সচেতন হতে হবে এবং ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। তা না হলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। শুধু ঢাকা শহরে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করতে হলে ১০০ ম্যাজিস্ট্রেটের প্রয়োজন। তবে আমাদের মাত্র পাঁচ থেকে ছয়জন ম্যাজিস্ট্রেট আছে। তাই সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।